আগামী হকি এশিয়া কাপ ২০২৫ থেকে নিজেদের প্রত্যাহার করেছে পাকিস্তান ও ওমান। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে দুই দেশই এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টটি ভারতের বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে হকি ইন্ডিয়ার কর্মকর্তারা পাকিস্তান ও ওমানের এই উদ্বেগকে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।
হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলা নাথ সিং বলেন, “পাকিস্তান কেন আসছে না, তা আমাদের কাছে অস্পষ্ট। ভারতের নিরাপত্তা ও আয়োজনের মান পাকিস্তানের তুলনায় অনেক ভালো।”
ভারতের সাবেক হকি অধিনায়ক ও কংগ্রেস বিধায়ক পরগট সিং বলেন, “ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পাকিস্তানের এই সিদ্ধান্ত হতাশাজনক। তাদের হকির অবস্থা অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তবে আয়োজকরা বলছেন, অংশগ্রহণকারী যেকোনো দলকেই তারা স্বাগত জানাবেন এবং সফলভাবে এশিয়া কাপ আয়োজন করবেন। ভোলা নাথ সিং জানান, “আমাদের মূল লক্ষ্য হলো একটি সফল ও নিরাপদ টুর্নামেন্ট আয়োজন করা।”