সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে একটি ছিনতাইয়ের ভিডিও শেয়ার করে সেটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
পুলিশ জানিয়েছে, ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে—আক্রমণকারী ও ভুক্তভোগীরা হিন্দি ভাষায় কথা বলছে। পাশাপাশি ভিডিওতে রাস্তায় থাকা সাইনবোর্ড, ডিভাইডার ও পরিবেশ থেকেও স্পষ্ট যে ঘটনাটি ভারতের কোনো জায়গায় ঘটেছে, বাংলাদেশের নয়।
ভিডিওটি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়ে পুলিশ আরও বলেছে, “উসকানিমূলক এই প্রচারণা থেকে দূরে থাকুন এবং বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়াবেন না।”
সবার প্রতি আহ্বান জানিয়ে পোস্টে বলা হয়, “আসুন, গুজবে কান না দিই এবং বিভ্রান্তি থেকে দূরে থাকি।”
পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত ছিল, যেখানে ছিনতাইয়ের একটি দৃশ্য দেখানো হয় এবং তাতে লেখা ছিল, “কালকে সন্ধ্যায় এই নির্মম ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
বাংলাদেশ পুলিশ এই ধরনের অপপ্রচার রোধে নাগরিকদের সহায়তা কামনা করেছে এবং সত্যতা যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।