খবর বাংলা ডেস্ক :
আইসিসির দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল। তবে বিশ্বকাপ যদি শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ অংশগ্রহণে আগ্রহী থাকবে।
বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “নিরাপত্তার ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি সরকারের। কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তার ঝুঁকি আছে কি না, সেটি দেখা সরকারের দায়িত্ব। এটি অন্য কারও বিবেচনার বিষয় নয়।”
এর আগে বুধবার বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আইসিসির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইসিসি জানায়, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেওয়া হবে। সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিনের আলটিমেটাম দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বৈঠকে বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। সেখানে পাকিস্তান ছাড়া প্রায় সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের বিপক্ষে ভোট দেন এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল পর্বে রাখার পক্ষে মত দেন। সভায় আইসিসির মোট ১৫ জন পরিচালক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










