ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ভয়াবহ একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের এক তীর্থযাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৬ এপ্রিল) সকাল বেলায় উত্তরচক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে ৭০ জনের বেশি বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন। তারা পুরির উদ্দেশে যাত্রা করছিলেন। এর আগে তারা কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, উত্তরচকের কাছে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।
উল্লেখ্য, দুর্ঘটনার শিকার বাসযাত্রীরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে তীর্থযাত্রায় বের হয়েছিলেন।