ভারতের নিজস্ব যোগাযোগ অ্যাপ ‘আরাত্তাই’ (Arattai) নতুন মাইলস্টোন ছুঁয়েছে। মাত্র ৫০ দিনেই এক কোটি ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড করেছেন। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই অ্যাপ তৈরি করেছে জোহো কর্পোরেশন, যেখানে কাজ করেছেন প্রায় দেড় শতাধিক ভারতীয় ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি বিশেষজ্ঞ।
‘আরাত্তাই’ শব্দটি এসেছে তামিল ভাষা থেকে, যার অর্থ ‘সহজ কথা’। অ্যাপটির মূল লক্ষ্যও তাই—সহজ ও নিরাপদ যোগাযোগ।
জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, আগামী ১২ মাসে প্রায় ৩৫ কোটি ভারতীয় এই অ্যাপ ব্যবহার করবেন। তাঁর দাবি, নিরাপত্তা ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতার দিক থেকে হোয়াটসঅ্যাপকেও টক্কর দেবে আরাত্তাই।
অ্যাপটিতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, ডকুমেন্ট শেয়ারিং, এবং ১২টি আঞ্চলিক ভাষায় চ্যাট করার সুবিধা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আরও ভাষায় সেবা চালু হবে।
ভারতীয় গণমাধ্যম বলছে, তথ্যপ্রযুক্তি খাতে ভারত বরাবরই শক্তিশালী হলেও কনজিউমার প্রোডাক্টে এতদিন পিছিয়ে ছিল। গুগল, ফেসবুক, টুইটারের মতো প্ল্যাটফর্মে ভারতীয় ইঞ্জিনিয়ারদের অবদান থাকলেও সেগুলোর মালিকানা বিদেশি। সেই শূন্যস্থান পূরণ করতেই এসেছে আরাত্তাই, যা দেশীয় উদ্যোগের নতুন দৃষ্টান্ত।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ-নির্ভর ভারতীয় বাজারে জায়গা পেতে আরাত্তাইকে শুধু দেশপ্রেম নয়, প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নত গ্রাহক সেবার মাধ্যমেই টিকে থাকতে হবে।