ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (৩১ আগস্ট) এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু।
বিজিবির তথ্যমতে, গত ৩০ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্প ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ছিলেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়।
এছাড়া ৩১ আগস্ট দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে ছিলেন ২ নারী ও এক শিশু। বিকাল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরও বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর আটক পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।