ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য পাওনার দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন রোর ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার (১২ মে) সকালে ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় শ্রমিকরা মহাসড়কে মানববন্ধন ও পরে অবরোধ করেন। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকদের অভিযোগ, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ না করেই গত ২৬ মার্চ কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। পূর্ব ঘোষণামতো ৪ বা ১১ মার্চ পাওনা পরিশোধের কথা থাকলেও তা না হওয়ায় তারা আন্দোলনে নামেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী আগামী ২৫ মে সব পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।