ময়মনসিংহের ভালুকা উপজেলায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং মল্লিকবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল হামিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার হাজীবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবু তাহের।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ উপজেলার গাদুমিয়া গ্রামের নূরুল হকের ছেলে। থানা সূত্রে জানা গেছে, তিনি তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার মূল অভিযুক্ত। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাকে আটক করা হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।