টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে বায়োটেড ও বায়োটেক ক্লাবের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়োটেড-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম এবং প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন।
সেমিনার শেষে ১০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করার সুযোগ দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, থ্যালাসেমিয়া একটি নীরব জেনেটিক স্বাস্থ্য সমস্যা, যা সচেতনতা ও সময়মতো স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রতিরোধ সম্ভব। তিনি আরও বলেন, এই ধরনের কর্মসূচি শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে।
সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা বিকাশে এমন আয়োজনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।