সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
তিনি লিখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে মতের অমিলকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে, নারীদের টার্গেট করে অপমান করা হচ্ছে এবং প্রযুক্তিকে ব্যবহার করে মানুষকে হেনস্তা করা হচ্ছে—তা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, বিশেষ করে কেউ ধর্মীয় পরিচয় ধারণ করে এমন অশোভন আচরণ করলে তা সমাজের মূল্যবোধের ওপর বড় আঘাত করে।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম কটূক্তি, গালিগালাজ বা অভিশাপ দেওয়া অনুমোদন করে না—এ কথা স্মরণ করিয়ে দেন তিনি।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো আলাদা এক বিবৃতিতেও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, মানবাধিকার সামাজিক ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। রাজনৈতিক মত বা অন্য স্বার্থে কারও অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।











