নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২৫ মে) সকালে র্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া বাবলু ওরফে বাবুল (৩৮) ঢাকার বাড্ডার বেরাইদ এলাকার আনোয়ার আলীর ছেলে। শনিবার (২৪ মে) বিকেলে ঢাকার গুলশান লেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী থেকে ১৫টি গরু বোঝাই একটি ট্রাক নিয়ে রওনা হন মালিক রানা হোসেন। পরদিন রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের কামতাল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতি রোধ করে। এরপর ডিবি পুলিশ সেজে একদল দুর্বৃত্ত গরু পাচারের অভিযোগ তুলে ট্রাকচালক ও মালিককে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
র্যাব আরও জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার বাবুলকে আইনানুগ ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।