টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-দেওপাড়া সড়কে কার্পেটিং তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই দাবি করেন, স্থানীয়রা সড়কের পিচ লুটপাট করছে। তবে বিষয়টি ভিত্তিহীন এবং ভিডিওর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান জানান, প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ ও বর্ধিতকরণের কাজ চলছে। কাজের অংশ হিসেবে সড়কের পুরোনো কার্পেটিং উঠিয়ে রাস্তার পাশে রাখা হয়। পরে কিছু অসচেতন এলাকাবাসী তা বুঝতে না পেরে বাড়িতে নিয়ে যান।
ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব বলেন, “কার্পেটিং তোলা হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। আমরা কোনোভাবেই লুটপাটের বিষয়টি সমর্থন করি না।”
প্রকৌশলী ফজলুর রহমান আরও জানান, “এ ধরনের পুরাতন কার্পেটিং সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী নয়। এগুলো রোদে গলে যাবে এবং নষ্ট হয়ে যাবে।”
এই প্রসঙ্গে প্রশাসন থেকে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।