টাঙ্গাইলের দেলদুয়ারে ভুল রক্ত পুশ করে রোগীকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দেওয়ার ঘটনায় পাশে দাঁড়িয়েছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ। তিনি তাৎক্ষণিকভাবে রোগীর পরিবারের হাতে চিকিৎসা সহায়তার জন্য ২০ হাজার টাকা প্রদান করেন।
উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামের আব্দুর রউফ (পিতা মৃত আমজাদ হোসেন) নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু রোগীর রক্তের গ্রুপ “এবি পজেটিভ” বলে জানালে সে অনুযায়ী রক্ত সংগ্রহ করে তা পুশ করা হয়। কিন্তু মাত্র ৪০ মিনিটের মাথায় রউফের শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রউফকে স্থানান্তর করা হলে পুনরায় রক্ত পরীক্ষায় দেখা যায়, তার রক্তের গ্রুপ আসলে “ও পজেটিভ”।
ঘটনার খবর পেয়ে ইউএনও সাব্বির আহমেদ সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নুরকে সঙ্গে নিয়ে রোগীকে দেখতে যান। পারিবারিক অবস্থার কথা জেনে রউফের ছেলে উজ্জলের হাতে প্রাথমিক চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেন তিনি।
ইউএনও জানান, “রোগীর অবস্থার কথা জেনে হাসপাতালে ছুটে গেছি। পরিবারকে আশ্বস্ত করেছি—প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।”
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনরা।











