ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে স্থানীয় সংসদ সদস্য ছোট মণির ও পৌর মেয়র মাসুদ গ্রুপ একইদিনে নৌকা বাইচের ঘোষনা দিয়েছে।
দুই গ্রুপের পাল্টাপাল্টি নৌকা বাইচকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কাসহ উপজেলায় আলোচনার ঝড় বইছে।
জানা গেছে, গোবিন্দাসী নৌকা ঘাটের যমুনা নদীতে ১৯ ও ২০ সেপ্টেম্বর ছোট মনির এমপির উদ্যোগে নৌকা বাইচের কথা রয়েছে।
আরো পড়ুন – নাগরপুরে সাংসদ ও উপজেলা আ’লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে
এছাড়া একই স্থানে ১৯-২৩ সেপ্টেম্বর পৌর মেয়র বীর মুক্তিযোদ্বা মাসুদুল হক মাসুদের উদ্যোগে নৌকা বাইচের ঘোষণা দেওয়া হয়েছে।
সে লক্ষ্যে উভয়পক্ষ দু’দিন ও চারদিন ব্যাপী নৌকা বাইচের প্রস্তুতি নিচ্ছে।
নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার দুপুরে গোবিন্দাসী টি-রোড এলাকার এমপি গ্রুপের লোকজন অস্থায়ী তোরণ নির্মাণ করতে যান।
মেয়র গ্রুপের নৌকা বাইচ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিনের বিরুদ্ধে তোরণ নির্মাণ বাধা প্রদানের অভিযোগ করে এমপি পক্ষের লোকজন।
অপরদিকে, ওইদিন সন্ধ্যায় মেয়র পক্ষের লোকজন গোবিন্দাসী বাজারে এমপি গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করে।
আরও পড়ুন- দেশে জিনিসপত্রের দাম একটু বেশি – কৃষিমন্ত্রী
উভয় গ্রুপের কোন্দলে গোবিন্দাসী এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এমপি গ্রুপের নৌকা বাইচ পরিচালনা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম খোকা জানান, এমপি মহোদয়ের উদ্যোগে আমরা বাইচের আয়োজন করেছি।
১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমারা অনেক আগেই নৌকা বাইচের এই তারিখ ঠিক করেছি।
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখিত তারিখেই নৌকা বাইচ হবে।
মেয়র গ্রুপ নৌকা বাইচ কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, পূর্ব নির্ধারিত ২২-২৩ সেপ্টেম্বর এমপি মনোনয়ন প্রত্যাশী মেয়র মহোদয়ের উদ্যোগে আমরা নৌকা বাইচের আয়োজন করি।
নৌকা বাইচ যাতে সফল না হয় সে লক্ষ্যে এমপি গ্রুপও ১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন- টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রশাসনের বক্তব্য –
অপরদিকে, নৌকা বাইচে সংঘর্ষের আশঙ্কায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, দুই পক্ষের নৌকা বাইচে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, নৌকা বাইচে উভয়পক্ষের লিখিত আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করলে জেলা প্রশাসক মহোদয় এমপি গ্রুপকে ১৯-২০ এবং ২২-২৩ সেপ্টেম্বর মেয়র গ্রুপকে অনুমতি প্রদান করেছেন।
এছাড়া বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।