জন্মাষ্টমী উপলক্ষে ভূঞাপুরে আলোচনা ও শোভাযাত্রা

জন্মাষ্টমীর শোভাযাত্রা

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক সুহাস সরকার।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, আখতার হোসেন খান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সন্তোষ কুমার দত্ত, সদস্য সচিব অভিজিৎ ঘোষ প্রমুখ।

আলোচনা শেষে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ভূঞাপুর-তারাকান্দি সড়ক হয়ে ভূঞাপুর পাটনিপাড়া কেন্দ্রীয় নাটমন্দিরে গিয়ে শেষ হয়।

এতে অংশগ্রহণ করে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসী গীতা স্কুল, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘ ও সনাতন সংঘ সংগঠন অংশগ্রহণ করে। সম্পাদনা – অলক কুমার