টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন একটি প্রকল্পের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে দেখা যায়, উপজেলার বামনহাটা গ্রামে নির্মাণাধীন ফিকাল স্লাব ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটির নির্মান কাজ চলমান রয়েছে। ১ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ৬৮০ টাকায় ২০২৩-২৪ অর্থ বছরে কাজটি শুরু হয়।
বর্তমানে নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে কাজের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে উপর পর্যন্ত কমপক্ষে চার স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সামসুল আলম বলেন, ফাটলগুলো নিজে দেখেছি। এই প্রকল্পটির ব্যবহার করা শুরু হলে হাউজে দেয়ালগুলো ধ্বসে যেতে পারে। খোকন মিয়া বলেন, নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হয়েছে, এটা দুঃখজনক।
বিষয়টি ভূঞাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে সাফ জানিয়ে দেন। শুধু তাই নয় তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন।
এ ব্যাপারে পৌর প্রশাসক এবং ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হাসান বলেন, প্রকল্পটি আমার নিকট হস্তান্তর করবে, তখন আমি দেখে নেয়ার কথা । আগেই যখন ইনফরমেশন পেয়ে গেলাম, তখন সরেজমিনে দিয়ে দেখবো।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











