ভূঞাপুর প্রতিনিধি : গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পুলিশিং সেবা প্রদান করতে দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে চালু রয়েছে বিট পুলিশিং সেবা।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে উদ্বোধন হলো বিট পুলিশিং সেবা কার্যালয়।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা বাজারে বিট পুলিশিং সেবা কার্যালয় উদ্বোধন হলো।
উদ্বোধন শেষে স্থানীয় বাজার মন্দির প্রাঙ্গণে সামাজিক স্বাস্থ্য নিরাপত্তা দূরত্ব বজায় রেখে এলাকাবাসীদের নিয়ে সচেতনমূলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন কালিহাতী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।
আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম তালুকদার দুদু।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, পুলিশ উপ-পরিদর্শক আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
বিট পুলিশিং কার্যক্রম নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির বলেন, পুলিশের সেবা গ্রহণ করতে পুলিশ ও জনগণের মাঝে তৃতীয় কোন পক্ষের প্রয়োজন নেই।
হয়রানি পুলিশি সেবা রুখতে আমরা সর্বদা সচেষ্ট।
আগে যে কোন অপরাধের বিচার চাইতে থানায় দৌঁড়াতে হতো।
এই বিট পুলিশিং সেবার মাধ্যমে সর্বোচ্চ ৭২ ঘণ্টায় বিচারের নিষ্পত্তি করার সম্ভব হবে বলে আশা রাখি।
থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, যে কোন অপরাধ সংঘটিত হওয়ার সর্বোচ্চ তিন দিনের মধ্যে ইউনিয়নবাসী বিচার পাবেন বলে আশা করছি।
আপনাদেরকে তৃতীয় কোন পক্ষের মাধ্যমে থানা বা জেলায় দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না আর।
শুধু পুলিশিং সেবা দিয়ে কোন অন্যায় দমানো যাবে না, যদি এলাকাবাসী আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য না করেন।
তাই কোন অপরাধ করলে সেটির তথ্য না লুকিয়ে আমাদেরকে জানান আমরা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। সম্পাদনা – অলক কুমার