টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রকে বলাৎকারের ঘটনার মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়ালী উল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের বাসিন্দা এবং আল-কারীম দারুর উলুম আজাদী মাদরাসার শিক্ষক।
জানা গেছে, নির্যাতনের শিকার ওই ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক ওয়ালী উল্লাহ রাতে তার কক্ষে নিয়ে যান। এছাড়াও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন।
গত (২৪ জুলাই) ওই ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। এ বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। পরে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পরে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষক যৌন নির্যাতনের বিষয়টি শিকার করার পর তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।