শনিবার (৩০ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
সমাবেশ শেষে সন্ধ্যায় কাদের সিদ্দিকীর গাড়ীবহরে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী কাদের সিদ্দিকীকে “আওয়ামী লীগের দালাল” হিসেবে চিহ্নিত করে “জয় বাংলার ঠিকানা, এই বাংলায় হবে না” স্লোগান দিতে থাকে এবং লাঠিসোটা নিয়ে গাড়ীবহরে হামলা চালায়।
ভূঞাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলে-এর ওপরও হামলা করা হয়। পরে পুলিশ পাহারায় কাদের সিদ্দিকীর গাড়ীবহর নিরাপদে স্থান ত্যাগ করে।
স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা সমাবেশের নামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন, কিন্তু ভূঞাপুরে তা হতে দেওয়া হবে না। তারা আরও জানান, “ভূঞাপুরে আওয়ামী লীগের কোনো স্থান নেই।”
সমাবেশে সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীক সভাপতিত্ব করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।