বিনোদন ডেস্ক : আগামীকাল পবিত্র ঈদুল আযহায় মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’, যেটি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে হালের সবচেয়ে জনপ্রিয় তারকা আফরান নিশোর।
২৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি, যাকে বড় পর্দায় দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে।
নিশোর প্রথম সিনেমা এলাকাবাসীদের দেখানোর জন্য নিজ উদ্যোগে অস্থায়ী হল প্রস্তুত করছে এ অভিনেতার নিজ গ্রামের ভক্তরা।
নিশো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছেলে।
এই উপজেলায় কোনো সিনেমা হল নেই।
এই এলাকার বাসিন্দারা যাতে তার সিনেমা হলে বসে দেখতে পারেন, এ জন্য তার ভক্তরা পৌরসভার ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করেছেন।
আর তাই ভূঞাপুর উপজেলার কয়েকজন নিজ উদ্যোগে পৌরসভার স্বাধীনতা কমপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ সিনেমা প্রদর্শনীর ব্যবস্থা করেছেন ।
জানা গেছে, এখানে ঈদের দিন থেকে টানা এক সপ্তাহ চলবে সিনেমাটি।
স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে প্রতিদিন চারটি করে শো চলবে।
টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারিত হয়েছে।
জানা যায়, এ আয়োজনটির উদ্যোগ নিয়েছে বাদশা চকদার, ইমরান চকদার, জহুরুল চকদার, হাদী চকদার, রিপন মিয়া, সম্রাট তালুকদারসহ আরও কয়েকজন।
এ আয়োজকদের একজন হাদী চকদার জানান, আফরান নিশো ভাই আমাদের এলাকার ছেলে।
উনার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে।
উনার প্রথম সিনেমাটি আমরা এলাকাবাসীদের সবার দেখার সুযোগ করে দিতে চাই এজন্য নিজ এলাকাতেই অস্থায়ী হলের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আমাদের ভূঞাপুরের স্বাধীনতা কমপ্লেক্স অডিটোরিয়ামটি আমরা সাত দিনের জন্য ভাড়া নিয়েছি।
সিনেমা প্রদর্শনীর জন্য পৌরসভা মেয়র ও উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েছি।
কমপ্লেক্সটিতে ‘সুড়ঙ্গ’ সিনেমা চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি।
নিশোর ভক্তরা এমন একটি আয়োজন করতে যাচ্ছেন শুনে আফরান নিশো বলেন, ‘আমার নিজ এলাকার মানুষ আমার কাজকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন।
এটি প্রিয় তারকার প্রতি ভক্তদের চরম ভালোবাসার বহিঃপ্রকাশ।
এই ঘটনা আমার জন্য প্রথম সিনেমার মতো, প্রথম প্রেমের অভিজ্ঞতা হবে।
কারণ, এর আগে আমাদের দেশে কোনো তারকার জন্য ভক্তদের এমন পাগলামি আয়োজন দেখিনি।
এটি আমার জন্য একটি অ্যাওয়ার্ড পাওয়ার মতো।
আমার প্রতি ভক্তদের এটি অন্য রকমের ভালোবাসা। আমার জন্য সবকিছুর ঊর্ধ্বে এটি।’
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।
রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা।
চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।