বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে জনগণ তা মেনে নেবে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, তাই নির্বাচনই আমাদের একমাত্র পথ।”
তিনি বলেন, “১৫ বছর আগে যারা প্রথমবার ভোটার হয়েছিল, তারা আজও ভোট দিতে পারেনি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের লক্ষ্য দ্রুত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
নেতাকর্মীদের উদ্দেশে রুমিন বলেন, “স্বার্থান্বেষী মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বহিষ্কার নাটক ও হুমকির আশ্রয় নিচ্ছে। কিন্তু জনগণ জানে কারা আন্দোলনে ছিল, কারা কথা বলেছে, কারা সাহস দেখিয়েছে।”
লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজি মো. জামাল মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল ইসলাম জহির, এবিএম মুমিনুল হক মুমিন, ভিপি জহিরুল হক লিটন, আনোয়ার হোসেন মাস্টার, ও মো. নাসির মুন্সী প্রমুখ।