পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, সে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “এখনো মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু এই শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই সিদ্ধান্তটি তারাই নেবে। আগামী ১০ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”