মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও তিন বারের পৌর মেয়র, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরকার শহিদুল ইসলাম ওরফে সরকার সহিদ (৫৪) আর নেই।
হার্টের স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠ ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন খান বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রয়াত সরকার সহিদ একাদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বর্তমান কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি’র সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সরকার সহিদের মৃত্যুর খবরে মধুপুর ও ধনবাড়ীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মধুপুরের তাঁর রাজনৈতিক সহচর হারুন শিকদার মারা যান।
হারুনের লাশ রাজধানী থেকে বয়ে নিয়ে এসে গ্রামের বাড়ি মির্জাবাড়ীতে দিয়ে এসে গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সকালে অসুস্থ সরকার সহিদকে ময়মনসিংহের প্রান্ত প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
দুপুরের দিকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। লাইফ সাপোর্টে নেয়া হয়।
হেলিকপ্টারে তাঁকে ঢাকায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছিল।
বিকেল চারটার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অংসখ্য স্বজন, নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা – অলক কুমার