টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ী বাজারে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে নারায়ণ চন্দ্র ও পলু চন্দ্রের বসতবাড়িতে প্রথমে আগুন লাগে, যা দ্রুত পাশ্ববর্তী পলাশ ও চান মিয়া খানের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দুটি বাড়ি ও একটি দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া হতে পারে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন জানিয়েছেন, বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।