টাঙ্গাইলের মধুপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন সোমবার (৮ সেপ্টেম্বর) তিনটি পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ও একটি দোকানঘর পুড়ে যায়। রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেনের দ্রুত সহায়তায় তারা অনেকটা স্বস্তি অনুভব করছেন।