মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারোদের মাঝে আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেয় উন্নত জাতের ক্রসব্রিড বকনা গরুর দানাদার খাদ্যসহ গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ১২টার দিকে মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে গো-খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, নারী ভাইস-চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু।
প্রতিক্রিয়া ব্যক্ত করে উপকারভোগী মেঘী ম্রং অনুষ্ঠানে বক্তৃতা করেন।
পরে হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০টি গারো পরিবারের মাঝে গরুর দানাদার খাদ্য, ঘর নির্মাণের ডেউটিন, ১৯০টি ইট বিতরণ করা হয়। সম্পাদনা – অলক কুমার