টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আনারসের সঙ্গে বানিজ্যিকভাবে পেঁপে চাষ নতুন রেকর্ড স্থাপন করেছে। উন্নত জাতের টপ লেডি, রেড লেডি ও সুইট লেডি পেঁপের চারা রোপণের কারণে প্রতিটি গাছ থেকে ৪–৫ মণ পর্যন্ত ফলন হচ্ছে। এতে কৃষকরা লাখ লাখ টাকার আয় করছেন এবং দারিদ্রতা কমছে।
স্থানীয়রা জানাচ্ছেন, পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে বাজারে বিক্রি হচ্ছে। ঝুঁকি কম ও লাভ বেশি হওয়ায় চাষে আগ্রহ বেড়েছে। বানিজ্যিক পেঁপে চাষে এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানিয়েছেন, চলতি মৌসুমে ১,০৫৬ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। উৎপাদিত ৩৫–৩৭ হাজার মেট্রিক টন পেঁপে থেকে ৪০০–৫০০ কোটি টাকার আয়ের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।