টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫। শনিবার (৯ আগস্ট) পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি আদিবাসী ও উন্নয়ন সংগঠন যৌথভাবে অংশ নেয়।
উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট জনজেত্রা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিডিআইয়ের পরিচালক ও লেখক মি. থিওফিল নকরেক এবং প্রধান আলোচক ছিলেন লুথ্যারন হেলথ কেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. গ্রেনার মারাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন, অবসরপ্রাপ্ত স্পেশাল জেলা জজ জগদিশ চন্দ্র, এসিডিএফ ও জিএমএডিসির প্রধান উপদেষ্টা অজয় এ মৃ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আদিবাসী গারো নেতারা ১১ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন
-
সাংবিধানিক স্বীকৃতি প্রদান
-
ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নীতি ও বাজেট বরাদ্দ
-
মাতৃভাষা ভিত্তিক প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষায় কোটা সংরক্ষণ
-
জাতীয় ‘আদিবাসী সুরক্ষা আইন’ প্রণয়ন
-
সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা
-
অনগ্রসর ও বিলুপ্তপ্রায় জাতিগোষ্ঠীর জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ
এছাড়াও সরকারি সুবিধা বন্টনে বৈষম্য দূরীকরণ, নির্বাচনে আদিবাসীদের জন্য কোটা সংরক্ষণসহ জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে গারো, কোচসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।