মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেছে।
বনাঞ্চালের থানার বাইদ সিআইপ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজন হয় আলোচনা সভার।
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী) ফারহানা আফরোজ জেমি প্রধান অতিথি ছিলেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক গারো নারী নেত্রী সুলেখা ম্রং।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী গাইনি বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক, মানবাধিকারকর্মী সার্জেন্ট (অব.) গোলাম কিবরিয়া মতি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন থানার বাইদ সিআইপি প্রজেক্ট ইনচার্জ দিপীকা সীমসাং।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অবসর প্রাপ্ত শিক্ষক রীতা রেমা।