মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাদ মাগরিব মধুপুর কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (ধনবাড়ি-মধুপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের সমর্থন গোষ্ঠী।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ধনবাড়ি উপজেলা বিএনপির সদস্য মিন্টু মিয়া, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জোয়াহের আলী মিন্টু, মধুপুর পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মির্জাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আনিছুর রহমান।