বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আজাদ এর নেতৃত্বে মধুপুরে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে ।
হাজার হাজার নারী পুরুষ এর অংশগ্রহণে শোভাযাত্রাটি ইতিহাস সৃষ্টি করেছে বলে দাবি করছেন লেফটেন্যান্ট কর্নেল (অব) আজাদ এর সমর্থকগোষ্টী । সকাল নয়টা হতেই ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী মিছিল নিয়ে মধুপুর কর্নেল আজাদ এর সমর্থকগোষ্টীর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন । হাজার হাজার নেতাকর্মী নারী পুরুষ রাস্তায় প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অপেক্ষার এক পর্যায়ে সকাল এগারোটার দিকে কর্নেল আজাদ এর নেতৃত্বে নারী পুরুষ সংবলিত শোভাযাত্রাটি মধুপুর উপজেলা পরিষদের দিকে অগ্রসর হতে থাকে ।
শোভাযাত্রার অগ্রভাগে বাদ্যযন্ত্র বাজিয়ে লাঠিয়াল বাহিনী লাঠি খেলা পরিবেশন করতে করতে অগ্রসর হতে থাকে । আদিবাসী গারো তরুণীরা নৃত্য পরিবেশন করেন এবং একঝাঁক তরুণী লাল সবুজ শাড়ী পড়ে রঙ্গিন কুলোয় ” বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ” ফুটিয়ে তুলেন যা শোভাযাত্রাটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে ।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কর্নেল আজাদ বলেন, ” প্রচন্ড রোদ গরম উপেক্ষা করে হাজার হাজার মা বোন চাচা ভাইয়েরা আমার দল এবং আমাকে ভালোবেসে যে উদাহরণ সৃষ্টি করেছেন এখান থেকে পেছনে তাকানোর সুযোগ নাই । দিন দিন আমাদের জনপ্রিয়তা শুধু বৃদ্ধিই পাচ্ছে । তার প্রমাণ আজকের এই শোভাযাত্রা । ভালো কাজের মাধ্যমে আমাদের এই অর্জন ধরে রাখতে হবে “।