মধুপুরে কলা বাগান কাটার প্রতিবাদে মানববন্ধন

মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী গারো নারী বাসন্তী রেমার ৪০ শতাংশ জমির আবাদি কলা বাগান কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত আদিবাসী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পঁচিশমাইল বাজার এলাকায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সমাবেশে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীণ চিসিম।

আরো বক্তব্য রাখেন, গারো ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াং রিছিল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনিক দিব্রা।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন মধুপুর শাখার সভাপতি বিজয় হাজং, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্যামল মানখিন, সাবেক সম্পাদক মিলন দফো প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিনা নোটিশে শোলাকুড়ি ইউনিয়নের পেগামারী গ্রামের নিরীহ গারো নারী বাসন্তী রেমার ৪০ শতাংশ জমির ফসল কেটে ফেলেছে।

যা বাপ-দাদার আমল থেকে বাসন্তী রেমা চাষাবাদ করে আসছে।

এই ৪০ শতাংশ জমিতে বাসন্তী রেমা কলা চাষ করেছিল।

এটা আদিবাসীদের উচ্ছেদের বড় একটা ষড়যন্ত্রের অংশ।

পরে এভাবে উচ্ছেদের ষড়যন্ত্র করলে তারা রুখে দাঁড়াবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মধুপুরের গারো সম্প্রদায়ের সব শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বন বিভাগ বিনা নোটিশে পেগামারী গ্রামের গারো নারী বাসন্তী রেমার ৪০ শতাংশ জমির কলা বাগান কেটে ফেলেছে।