টাঙ্গাইলের মধুপুরে পৃথক অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল ধ্বংস করা হয়েছে এবং একটি বেকারি ও মশলা মিলে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেনের নেতৃত্বে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হাওদা বিলে অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগ ও মধুপুর থানা পুলিশ অংশ নেয়।
অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলায় একটি বেকারিতে এবং আউশনারা ইউনিয়নের মোটের বাজারে একটি মশলা মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মানিক বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় কারণ তারা উৎপাদনের তারিখ, মেয়াদ, ও মূল্য সংবলিত লেবেল ছাড়াই নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করছিল। অপরদিকে, মশলা মিলে শুকনা মরিচে হাঁসের বিষ্ঠা মিশ্রণের প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া বলেন, “বিএসটিআই অনুমোদন ছাড়াই বেকারি চালানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
ইউএনও জুবায়ের হোসেন বলেন, “চায়না দুয়ারী জাল জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি। নদী ও জলাশয় রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে।”