টাঙ্গাইলের মধুপুরে পরিবার পরিকল্পনা বিভাগে ২০২৫ সালে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন রোকুনুজ্জামান রনজু। তিনি উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন। সভাপতিত্ব করেন এমওএমসিএইচ ডা. খ. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মহি উদ্দিন, এমওএমসিএইচ ডা. রেজওয়ানা সুলতানা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। রোকুনুজ্জামান রনজু তার কর্ম এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের প্রজনন স্বাস্থ্য, শিশু পুষ্টি ও সচেতনতামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া অনুষ্ঠানে আরও চারজনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সেবাকেন্দ্র নির্বাচিত হয়েছে আলোকদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মির্জাবাড়ি ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক জাহিদ হাসান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রিতা এবং অরণখোলা ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নাসিমা খাতুন।