টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামে আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ম্যাচ আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম মেম্বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
ম্যাচে গেচুয়া ফুটবল একাদশ ৩-২ গোলে হারায় বেরিবাইদ ফুটবল একাদশকে। আবু বকর সিদ্দিকের প্রাণবন্ত ধারাভাষ্যে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে। রেফারির দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন এবং সহকারী রেফারি ছিলেন নাজমুল হাসান ও কৌরব সাহা।