টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা, পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে একটি মাহিন্দ্রা, পিকআপ ভ্যান এবং ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী মারা যান। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। নিহতদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা প্রথমে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন সাংবাদিকদের জানান, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের নাম ও পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।