মধুপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর অভিযানে আদালত কর্তৃক এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম আজিজুল হক জনি (২৮)। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আশুরা গ্রামের দীন ইসলামের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নুরুজ্জামানের নেতৃত্বে একটি দল মধুপুর থানাধীন টেংরি (আদালত পাড়া) এলাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আদালত কর্তৃক এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হক জনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মধুপুর থানায় আদালতের প্রদত্ত সাজা সংক্রান্ত একটি ওয়ারেন্ট দীর্ঘদিন ধরে মুলতবি ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।











