টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে রায়হান (২২) নামে সিঙ্গাপুরফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রায়হান মধুপুর পৌর এলাকার বিপ্রবাড়ী গ্রামের বাসিন্দা বাছেদ আলীর ছেলে।
রায়হানের চাচি শরীফা খাতুন জানান, রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রায়হান ময়মনসিংহ সড়কের বিএডিসি ফার্ম এলাকায় চাঁদের হাসি কফি হাউসের সামনে ঘাসের ওপর দাঁড়িয়ে এক পরিচিতজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি হঠাৎ পায়ে অজানা কোনো পোকার কামড় অনুভব করেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি।
রাতে সাড়ে ৯টার দিকে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। অবস্থার আরও অবনতি হলে রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত হন, তাকে সাপে কামড়েছে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে রায়হান শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।