বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে।
বৃহস্পতিবার এই ক্যাম্পেইন পরিচালিত হয় ১৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৮ সংমিশ্রিত ব্রিগেড ও ৩৭ এডি রেজিমেন্ট এর তত্ত্বাবধানে। মধুপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এলাকায় অনুষ্ঠিত ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্পেইনের মাধ্যমে গরিব ও দুস্থদের বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের মেডিকেল ক্যাম্প জনগণের জন্য অত্যন্ত সহায়ক এবং ১৯ পদাতিক ডিভিশনের মানবিক দায়িত্বশীলতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক।
সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গরিব-দুস্থদের পাশে থাকবে।











