টাঙ্গাইলের মধুপুরে ছয়টি গোডাউন থেকে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অবৈধ পলিথিন উদ্ধার করেছে র্যাব-১৪ ও পরিবেশ অধিদপ্তর। নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স মানিক স্টোরের ব্যবসায়ী মানিক চন্দ্র শীলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মধুপুর পৌর এলাকার দৈনিক বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কাউসার বাঁধন এবং পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স মানিক স্টোরের ছয়টি গোডাউন থেকে মোট ১৯,৪৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বাদী হয়ে দোকানের মালিক মানিক চন্দ্র শীল (৫০)-এর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে র্যাব-১৪ সিপিসি-৩ টিম ও পরিবেশ অধিদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।











