বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু হয়, যা চলে বিকেল ৩টা পর্যন্ত।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি স্বাস্থ্য সহকারী আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বাবলু আক্তার, স্বাস্থ্য সহকারী হাজেরা পারভীন ও মৌসুমি আক্তারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি, কিন্তু দীর্ঘদিনের ন্যায্য দাবি — চাকরি জাতীয়করণ, পদমর্যাদা উন্নয়ন এবং বেতন কাঠামো সংস্কারের কোনো সমাধান এখনো হয়নি।
তারা আরও জানান, গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। পরদিন জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন তারা।
উল্লেখ্য, কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মসূচিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশ নেন।