নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটায় মূলহোতাসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় মূলহোতা মো. উজ্জ্বল মিয়াসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ২৭ এপ্রিল মধ্যরাতে, র্যাবের সহযোগিতায়, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এই অভিযান চালান।
এ সময় র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মাটি কাটার মুল হোতা, উত্তর তাড়টিয়া এলাকার মো. উজ্জ্বল মিয়াকে ৩ মাস; রায়হানকে ৭ দিন; এছাড়া বাকী ৯ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে আসামিরা অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলো।
এই মাটি কাটার ফলে নদীর উপর ব্রিজ এবং নদীর উভয় কূলের বাড়ি- ঘর ও বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙ্গনের হুমকিতে ছিলো।
অভিযানের ফলে এলাকাবাসী উল্লাস প্রকাশ করে এবং জানায় তাদের ভয়ে কোনো কথা বলতে পারতো না এলাকাবাসী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার