ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এ ফের যুক্ত হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি নেহাল চরিত্রে দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
তৌসিফ মাহবুব বলেন, “ইতোমধ্যে পাঁচ বছর দর্শকদের কাছে নেহাল চরিত্রের জন্য অপেক্ষা করেছি। এই সিজনে ফিরে এসে মনে হচ্ছে ঈদে বাড়ি ফিরেছি।” তিনি আরও জানান, ধারাবাহিকটি শুরুতে দুই রুম দিয়ে শুটিং হলেও এখন বড় পরিসরে নির্মিত হচ্ছে, যা অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।
২০১৮ সালে শুরু হওয়া ধারাবাহিকটি ইতোমধ্যে চারটি সিজন শেষ করেছে। দর্শক চাহিদার কারণে নির্মাতা কাজল আরিফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন।