বিএনপির মনোনয়ন পাওয়ার পর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বিশাল মোটরসাইকেল শোভাউন করেছে৷ শনিবার দিনব্যাপী নিজ আসনে তিনি ১০ হাজার বহর নিয়ে এ শোডাউন করেন৷ শোডাউনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাসাইল ও সখীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৷
এসময় নেতাকর্মীরা আহমেদ আযম খানকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়া হয়।
শোডাউনে বিএনপির অন্যন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন
এসময় আহমেদ আযম খান বলেন, আগামীতে বাসাইল ও সখীপুরের সকল মসজিদে উন্নয়ন করবো। খালেদা জিয়া আপনাদের সালাম দিয়েছেন ও ধানের শীষে ভোট দেয়ার জন্য দাওয়াত দিয়েছেন৷ গণঅভ্যুত্থান পর থেকে দেশে ষড়যন্ত্রের পায়তারা চলছে। যাতে দল ও দেশ গনতন্ত্র ফিরতে না পারে৷ আমি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখছো।











