ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়েশ (২০)।
সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম সেতু এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশ নেত্রকোনায় যাওয়ার উদ্দেশ্যে পাটগুদাম বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন। এ সময় ৪-৫ জন যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আয়েশের পায়ে ছুরির আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে সাংবাদিকদের আয়েশ বলেন, “আমি তাদের চিনতে পারিনি। তারা বলছিল, তোকে শেষ করে দেব।” হামলার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুর রহমান বলেন, “আয়েশের আঘাত গুরুতর নয়, চিকিৎসা চলছে এবং সে এখন স্থিতিশীল।”
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব আলী গোসেন দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।