ময়মনসিংহ নগরীর সানকীপাড়া বাজার এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল বিভাগ। বুধবার (১৪ মে) দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
রেল বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রায় ২০০ থেকে ২৫০টি দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এসব দোকান রেলের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
অভিযান শুরুর আগে দোকানদারদের মাইকিং করে মালামাল সরিয়ে নিতে অনুরোধ করা হয়। রেলওয়ের কর্মকর্তারা জানান, রেলপথ সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ট্রেন চলাচলের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নগরীর অন্যান্য রেলওয়ে এলাকায়ও পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।