টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ময়মনসিংহ কারাগার থেকে পালিয়ে যাওয়া একটি হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা সহোদর তিন ভাই। র্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও সিপিএসসি-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মধ্যতারাটি পশ্চিমপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৫), জাকিরুল ইসলাম (২৮) ও আনিছ মিয়া (৩২)। শুক্রবার (৩০ জানুয়ারি) র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৭ জানুয়ারি ময়মনসিংহ কারাগার থেকে হত্যা মামলার এই তিন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় পালিয়ে যায়। এর আগে ২৩ জানুয়ারি র্যাব তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। পরে পরস্পর যোগসাজশে তারা কারাগার থেকে পালাতে সক্ষম হয়।
ঘটনাটি র্যাব-১৪ ময়মনসিংহের নজরে এলে সিপিসি-৩ টাঙ্গাইল ও সিপিএসসি-এর দুটি টিম যৌথ অভিযান পরিচালনা করে এবং টাঙ্গাইল থেকে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।











