ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, মশা নিধনে শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে হবে না, এলাকাবাসীকেও সচেতন হতে হবে।
শনিবার (৩ মে) সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়ে পরিচালিত মশক নিধন অভিযানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্ষাকাল সামনে। সবাইকে নিজ নিজ বাড়ির সামনে ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। মশা নির্মূলে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।”
প্রশাসক আরও জানান, শুধু এককালীন অভিযান নয়, বরং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালু থাকবে। নগরবাসীকেও পরিচ্ছন্ন শহর গড়তে করপোরেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।