মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
প্রশাসন জানায়, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।
এ ছাড়া বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান বা স্থাপনার কোনো ক্ষতি না করার জন্য সব শ্রেণির মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।











