ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)।
রোববার (২৭ এপ্রিল) সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ভারতের অভ্যন্তরে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
পরিবারের দাবি, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওবায়দুল। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যদের গুলিতেই তার মৃত্যু হয়েছে।
৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল রফিক জানান, ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে সেটি বাংলাদেশি কি না, তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, ভোরে সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে সকালে তারা মরদেহ দেখতে পান। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামও জানান, মরদেহের বিষয়ে খবর পেয়েছেন, তবে পরিচয় এখনও নিশ্চিত নয়।